logo ২১ এপ্রিল ২০২৫
মেডিকেল শিক্ষার্থীকে হেনস্তা, যুবক আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ মার্চ, ২০১৬ ১৫:০৭:৫২
image



ঢাকা: মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে মুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে এই ঘটনা ঘটে।






পুলিশ জানায়, মেয়েটি টাঙ্গাইলের কুমুদিনী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আজ সকালে টাঙ্গাইল থেকে ফার্মগেট এলাকায় বাস থেকে নামেন। বাসায় যাওয়ার পথে তেজগাঁও কলেজের সামনে চারজন যুবক তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করতে শুরু করে। এক পর্যায়ে ওই যুবকেরা মেয়েটিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। প্রতিবাদ জানালেও যুবকেরা মেয়েটির পিছু নেন। মেয়েটি রিকশায় উঠলেও পেছন থেকে তাকে টেনে ধরার চেষ্টা করেন দুজন। এ সময় মেয়েটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে থাকা পুলিশের পিকআপ ভ্যানে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামকে এ ঘটনা জানান।






পুলিশ ধাওয়া দিয়ে মুন নামের ওই যুবককে আটক করে শেরেবাংলা নগর থানায় নিয়ে যায়। মুন তেজগাঁও কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। 






শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।






(ঢাকাটাইমস/২৬মার্চ/জেবি)