logo ২১ এপ্রিল ২০২৫
স্বাধীন হত্যার তিন দিন পর মামলা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ মার্চ, ২০১৬ ২০:৩২:৫৬
image




ঢাকা: রাজধানীর কদমতলীর দনিয়ায় এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ স্বাধীন হত্যার তিন দিন পর একটি হত্যা মামলা করেছেন তার মা।



আজ বুধবার বিকেল চারটার দিকে স্বাধীনের মা রীনা বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলাটি করেন।



স্বাধীন হত্যার ঘটনায় তার পাঁচ বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।



কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) আরশেদুল হক ঢাকাটাইমসকে বলেন, আজ বিকেল চারটার দিকে স্বাধীনের মা রীনা বেগম বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। মামলা নম্বর-৬৩। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে কিছুদিন আগে কবুতর নিয়ে বন্ধুদের সঙ্গে স্বাধীনের ঝগড়া হয়। এতে বন্ধুরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করতে পারে বলে তিনি অভিযোগ করেন।



কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী ঢাকাটাইমসকে বলেন, এ ঘটনায় ‘এখনো আমরা কিছু বের করতে পারিনি। আমরা স্বাধীনের পাঁচ বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছি। স্বাধীনের মা-বাবার মধ্যে কিছু ঝামেলা ছিল। এসব বিষয় আমরা খতিয়ে দেখছি।”



তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাধীনের বাবা সোহেল মিয়া শ্যামপুরের একটি ফিলিং স্টেশনের কর্মী। তিনি মাদকাসক্ত বলে অনেকে জানিয়েছেন। স্ত্রী রিনা বেগমের সঙ্গে দাম্পত্য কলহ চলছিল। এসব বিষয়কে তদন্তকারীরা গুরুত্ব দিয়ে যাচাই করছেন। কয়েক দিন আগে কবুতর চুরি নিয়ে স্বাধীনের সঙ্গে কয়েকজন বন্ধুর কথা-কাটাকাটি হয়। ওই ঘটনায় সংশ্লিষ্টদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছে পুলিশ।



গত সোমবার সকালে কদমতলী থানার দক্ষিণ দনিয়ার বাড়িতে গলা কেটে হত্যা করা হয় মোহাম্মদ স্বাধীনকে। ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার তার লাশ দাফন করা হয় জুরাইন কবরস্থানে।



(ঢাকাটাইমস/৩০মার্চ/এএ/মোআ)