ডিবি পরিচয়ে সাত লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ এপ্রিল, ২০১৬ ১৫:৫৪:৪৭
ঢাকা: গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে রাজধানীর দোয়েল চত্বর এলাকায় এক পোশাক ব্যবসায়ীর কাছে থেকে সাত লাখ টাকা ছিনতাই হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম আজম। তিনি শাহবাগ থানায় একটি মামলা করেছেন।
ঘটনার বিষয়ে শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী জানান, শনিবার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের সামনে দিয়ে রিকশায় যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। দোয়েল চত্বর এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তার পথরোধ করে কয়েকজন। হুমকির দিয়ে তার কাছে থাকা সাত লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। ওই ব্যবসায়ী ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ওসি (তদন্ত) বলেন, আমরা ঘটনাস্থলের আশপাশ এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করছি।
(ঢাকাটাইমস/৯এপ্রিল/এমএম/জেবি)