logo ২১ এপ্রিল ২০২৫
দেড় বছরের শিশুকে নিয়ে উধাও প্রতিবেশী ভাড়াটে
সাভার প্রতিনিধি,ঢাকাটাইমস
১১ এপ্রিল, ২০১৬ ১২:৫৭:৪৪
image



সাভার (ঢাকা): সিনথিয়া আক্তার সুমাইয়া নামে দেড় বছরের শিশুকে অপহরণ করে নিয়ে গেছে প্রতিবেশী ভাড়াটে রাসেল। পরে সিনথিয়ার বাবার নিকট মুঠোফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী।






রবিবার বিকালে আশুলিয়ার কাঠগড়ার দূর্গাপুর এলাকা থেকে সুমাইয়াকে অপহরণ করা হয়।






এ বিষয়ে অপহৃত শিশুর বাবা শুকুর আলী জানান, গতকাল বিকালে পাশের রুমের ভাড়াটিয়া রাসেল ওরফে আপেল সুমাইয়াকে কোলে করে বাড়ির এদিক-সেদিক ঘুরতে থাকে। কিছুক্ষণ পর রাসেল ও শিশু সুমাইয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাসেলের স্ত্রীও কৌশলে বাড়ি ছেড়ে চলে যায়। রাতে মুঠোফোনে অপহরণকারী রাসেল তার নিকট ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।






এদিকে শিশুটিকে উদ্ধারে তার মা-বাবাকে নিয়ে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির।






অপহরণকারী মো. রাসেল গাইবান্ধার পলাশবাড়ী থানার ইদ্রিস আলীর ছেলে। সে ও তার স্ত্রী আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করত বলে জানা যায়।






(ঢাকাটাইমস/১১এপ্রিল/প্রতিনিধি/এলএ)