logo ২১ এপ্রিল ২০২৫
শিশুকে বলৎকারের অভিযোগে মুক্তিযোদ্ধা গ্রেপ্তার
শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
১১ এপ্রিল, ২০১৬ ১৯:৪৪:৪৬
image



শরীয়তপুর: শরীয়তপুরে এক শিশুকে বলৎকারের অভিযোগে সিরাজ সরদার (৬৫) নামে এক মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে গোসাইহাট উপজেলার কুচাইপট্রি বাজারের ভীমখিল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।






গ্রেপ্তার সিরাজ সরদার জেলার গোসাইরহ্টা উপজেলার কুচাইপট্রি গ্রামের মঙ্গল সরদারের ছেলে। নির্যাতিত শিশুটি গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউপি’র মসুরগাওঁ গ্রামে। সে কুচাইপট্রি দাখিল মাদ্রাসার ছাত্র।






সরেজমিনে গিয়ে জানা যায়, গত ২২ মার্চ ওই শিশুটি মাদ্রাসায় যাওয়ার পথে সিরাজ সরদার তাকে ফুঁসলিয়ে মনিরের বেকারির পেছনে বলৎকার করেন। এসময় শিশুটির ডাক চিৎকারে লোকজন এসে উদ্ধার করে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে প্রভাবশালীরা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। মুক্তিযোদ্ধা সিরাজ সরদার এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসী জানায়। অভিযুক্ত মুক্তিযোদ্ধা সিরাজ সরদারের সাত ছেলে ও চার মেয়ে রয়েছে।






এই ঘটনায় গোসাইরহাট থানায় শিশুটির বাদী হয়ে ৩৭৭ ধারায় প্রাকৃতিক নিয়মের বাইরে যৌন হয়রানির অভিযোগে একটি মামলা দায়ের করেন।






এ বিষয়ে নির্যাতিত শিশুটির বাবা বলেন, আমার ছেলেকে মাদ্রাসায় যাওয়ার পথে এই বলৎকার করা হয়েছে। আমি এর বিচার চাই।






এ ব্যাপারে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা অভিযোগ পাওয়া মাত্রই সিরাজ সরদারকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠাই।






(ঢাকাটাইমস/১১এপ্রিল/প্রতিনিধি/ইএস/জেবি)