শাহজালালে এক লাখ সৌদি রিয়ালসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ এপ্রিল, ২০১৬ ১৩:০২:১১
ঢাকা: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক লাখ সৌদি রিয়ালসহ আনিস নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
সোমবার মধ্যরাতে বিমানবন্দরের ২নং ব্রিজ থেকে শুল্ক গোয়েন্দা ও অধিদপ্তরের কর্মকর্তারা তাকে আটক করে।
আটক আনিস বাড়ি ময়মনসিংহ জেলায়। তার বাবার নাম মো. নুরুল ইসলাম।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, আনিস রাত সাড়ে এগারোটার ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এছাড়া লাগেজ থেকে ৬০২ সিঙ্গাপুর ডলার ও ৫২ ইউএস ডলার উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গত তিন মাসে আনিস মোট ১৫ বার বাংলাদেশে এসেছেন। আইন অনুযায়ী ৫ হাজার ডলারের অধিক মুদ্রা বহন দণ্ডনীয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/১২এপ্রিল/এমআর)