ঢামেকে শিশু চুরির চেষ্টা, আটক ১
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ এপ্রিল, ২০১৬ ০৯:৩৬:৩৪
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির চেষ্টার অভিযোগে সাইজুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমরান জানান, গতকাল রাতে আয়ার কাছে খাদিজাতুল কোবরা নামে একটি শিশুকে রেখে টয়লেটে যান তার মা। এসময় ওই আয়ার কাছ থেকে শিশুটিকে জোর করে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে সাইজুদ্দিন মোল্লা নামের এক ব্যক্তি। ওই আয়ার চিৎকারে আশপাশের লোকজন এসে সাইজুদ্দিনকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করে ঢামেক কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, খাদিজাতুল কোবরার বয়স ৮ মাস। তার বাবা ঢামেকে চিকিৎসাধীন থাকায় মায়ের সঙ্গে সেখানেই ছিল সে। তাদের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানা এলাকায়।
(ঢাকাটাইমস/১৩এপ্রিল/জেবি)