ঢাকা: গাজীপুরে অভিযান চালিয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী ও পাখি উদ্ধার করেছে র্যাব। এ সময় তুহিন বার্ড হাউজ নামের দোকানের মালিক গোলাপ হোসাইনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে টঙ্গী এলাকার পাখি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ।
র্যাব জানায়, অভিযানের সময় ওই দোকান থেকে তিনটি সবুজ ঘুঘু, বারটি টিয়া, তিনটি তিলা ঘুঘু ও দুটি বারণ জব্দ করা হয়।
র্যাব আরো জানায়, ওই পাখি বিক্রেতা বেশ কিছুদিন ধরে পশু ও বিভিন্ন ধরনের নিষিদ্ধ পাখি বিক্রয় ও সংরক্ষণ করে আসছিলেন। অভিযান চালিয়ে তার দোকান থেকে শিকার নিষিদ্ধ বন্য প্রাণী ও পাখিগুলো জব্দ করা হয়। জব্দকৃত পাখি ও বানরগুলো অবমুক্ত করার জন্য বন বিভাগের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাবের ভ্রাম্যমাণ আদালতে আরো উপস্থিত ছিলেন র্যাব-১ উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আকতার হোসেন ও আগারগাঁওয়ের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক।
(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এএ/মোআ)