logo ২১ এপ্রিল ২০২৫
রাজধানীতে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর খুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ এপ্রিল, ২০১৬ ২১:৩৬:৫৪
image




ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে বন্ধুর ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আকিব (১৬) নামের এক কিশোর মারা গেছে।



শনিবার বিকাল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার রাত একটার দিকে জাফরাবাদ কুলপাড় এলাকায় একটি মাইক অ্যান্ড ইলেক্ট্রনিক্স দোকানে আকিবকে ছুরিকাঘাত করে তার বন্ধু রুবেল।



পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা গেছে, কুমিল্লার চৌদ্দগ্রাম থানার হাগুনকড়া গ্রামের আকিব পরিবারের সঙ্গে বুদ্ধিজীবী রোডের ৮৪/এইচ/এ নম্বর বাড়িতে থাকত।  আকিবের বাবার জাফরাবাদ কুলপাড় এলাকায় ‘আকিব অ্যান্ড বাবলী’ নামের একটি মাইক ও ইলেক্ট্রনিক্সের দোকান রয়েছে। আকিব মাঝে মাঝে রাতে ওই দোকানে থাকত।         



আকিবের বাবা জামাল উদ্দিন ভুঁইয়া বলেন, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মাইকের দোকানে বন্ধু রুবেলের সঙ্গে আকিবের ঝগড়া হয়। রাত একটার দিকে রুবেল দোকানে গিয়ে আকিবকে ডেকে তোলে।  দোকানের শাটার খুলতেই আকিবের পেটে ও বুকে ছুরিকাঘাত করে রুবেল। আকিবের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে আকিবের মৃত্যু হয়।



মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, আকিবের বন্ধু রুবেলকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় রুবেলের বাবা নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।    



(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এএ মোআ)