সালিশি বৈঠকে ছুরিকাঘাতে চাচাতো ভাই খুন
কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
১৬ এপ্রিল, ২০১৬ ০৯:১৫:২৩
কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে সালিশি বৈঠকে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আব্দুল ওয়াদুদ নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার রামে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল ওয়াদুদের ভাই জাকির হোসেন আহত হয়েছেন।
আব্দুল ওয়াদুদ লক্ষ্মীপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
জানা গেছে, কয়েক মাস ধরে সীমানা প্রাচীর নিয়ে আব্দুল ওয়াদুদের সঙ্গে তার চাচাতো ভাই নজরুলের বিবাদ চলছিল। এ বিষয়ে সমাধানের জন্য গতকাল সালিশি বৈঠক বসে।
বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল ওয়াদুদকে ছুরিকাঘাত করেন চাচাতো ভাই নজরুল। এ সময় ওয়াদুদের বড় ভাই জাকির হোসেনকে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ওয়াদুদের মৃত্যু হয়।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/১৬এপ্রিল/প্রতিনিধি/এমআর)