রাজধানীতে অস্ত্রসহ ১৮ ডাকাত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ এপ্রিল, ২০১৬ ১০:২৪:৫১
ঢাকা: রাজধানীর গোপীবাগে অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ, যারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪০টি মোবাইল, ল্যাপটপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মোবাইলে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। তবে আটকদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়নি।
দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে খুদে বার্তায় উল্লেখ করা হয়।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/বিইউ/এমআর)