অস্ত্রসহ ৫ অপহরণকারী আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ এপ্রিল, ২০১৬ ১১:৫৮:৫০
ঢাকা: রাজধানীর মহাখালীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ পাঁচ অপহরণকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সদস্যরা।
সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় অপহৃত একজনকে উদ্ধার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, অভিযানের সময় আটকদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুর ১২টায় র্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এমআর)