এবার রাজধানীতে স্কুলশিক্ষককে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ এপ্রিল, ২০১৬ ১৫:১৮:৪৪
ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা যেতে না যেতেই এবার রাজধানীর মোহাম্মদপুর শেখেরটেকে প্রণব সাহা (৩২) নামে এক স্কুলশিক্ষককে কুপিয়ে জখম করেছেন রানা (২২) নামে স্থানীয় এক যুবক। ওই শিক্ষক সেখানকার ৬ নম্বর রোডের প্রতিভা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ। আজ শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, প্রতিভা আইডিয়াল স্কুলের সামনের রাস্তায় রানা তার বন্ধুদের সঙ্গে নিয়ে ক্রিকেট খেলতেন। কিন্তু সকালে ওই স্থানে তাদের খেলতে নিষেধ করেন প্রণব সাহা। এ সময় রানা ক্ষিপ্ত হয়ে প্রণব সাহাকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়রা জানান, রানা ১০০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সানাউল্লাহর ছেলে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত রানাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/জেবি)