মিরপুরে বিকাশ এজেন্টকে গুলি করে টাকা লুট
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ এপ্রিল, ২০১৬ ১৫:৪৫:০৩
ঢাকা: রাজধানীর মিরপুরে বিকাশ এজেন্টকে গুলি করে প্রায় পাঁচ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে মিরপুর-১ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আজিজুল হাকিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আজিজুল জানান, বিল সংগ্রহ শেষে কমার্স কলেজের পাশে চেতনা স্কুলের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলে করে দুইজন দুর্বৃত্ত তার পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগে আনুমানিক পাঁচ লাখ টাকা ছিল বলে দাবি করেন তিনি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহাবুব হাসান জানান, গুলিবিদ্ধ বিকাশ এজেন্ট ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। শুভ্র ট্রেড ইন্টারন্যাশনাল-এ যোগাযোগ করা হলে কখনও তারা বলছে টাকার হিসাব নেই, আবার বলছে পাঁচ-ছয় লাখ লুট হয়েছে। এ ব্যাপারে নিশ্চিত না হয়ে কিছু বলা যাচ্ছে না।
আজিজুল হাকিম গাবতলী পাটবাড়ি ‘শুভ্র ট্রেড ইন্টারন্যাশনাল’এ বিকাশ এজেন্ট হিসেবে কর্মরত।
(ঢাকাটাইমস/২৪এপ্রিল/জেডএ)