logo ২০ এপ্রিল ২০২৫
এবার রাজধানীতে সাবেক বিমানবালা খুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ এপ্রিল, ২০১৬ ১৭:১২:০৬
image



ঢাকা: এবার রাজধানীতে খুন হয়েছেন হুমায়রা জাহান নামে সাবেক এক বিমানবালা। আজ মঙ্গলবার বিকালে রাজধানীর রাজাবাজারের ইন্দিরা রোডের একটি তিনতলা বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হুমায়রা কাতার এয়ারওয়েজে বিমানবালার চাকরি করতেন বলে জানা গেছে।






পুলিশের দাবি, স্বামী পরিত্যক্তা ওই বিমানবালা একাই সেখানে থাকতেন। মাঝে মাঝে তার সঙ্গে একজন ‘বয়ফ্রেন্ড’ দেখা করতে আসতেন। তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।






শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪৪/এইচ পশ্চিম রাজাবাজারের ছয় তলা বাসার ৩য় তলা থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।






প্রসঙ্গত, গত কয়েক দিনে বেশ কয়েকটি আলোচিত হত্যার ঘটনা ঘটেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কাশিমপুর কারাগারের সাবেক প্রধান কারারক্ষী, কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা বন্ধুসহ খুন হওয়ার ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে।






(ঢাকাটাইমস/২৬এপ্রিল/জেবি)