logo ২১ এপ্রিল ২০২৫
এসআইকে ধাক্কা মেরে ফেলে পালায় হামলাকারীরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ এপ্রিল, ২০১৬ ২২:৪৫:১৫
image



ঢাকা: রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে দুজনকে হত্যার পর দুর্বৃত্তরা ‘আল্লাহু আকবর ধ্বনি ধ্বনি’ দিতে দিতে বেরিয়ে আসে। তাদের কয়েকজনের হাতে ছিল অস্ত্র। এ সময় আশপাশের রাস্তার লোকজন তাদের দেখে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়তে থাকে। গুলি ছুড়তে ছুড়তে তারা ডলফিন গলি সংলগ্ন তেতুলিয়া মাঠের কাছে পৌঁছায়।






পেছনে 'ডাকাত, ডাকাত' বলে চিৎকার করতে থাকে আশপাশের লোকজন। এরপর রাস্তায় টহল পুলিশের একটি দল ধাওয়া করে দুর্বৃত্তদের একজনকে ধরে ফেলে। কিন্তু ধরে রাখতে পারেনি তাকে। পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় ওই হামলাকারী। এতে সামান্য আহত হন এক এসআই।






সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কলাবাগানের ৩৫ লেক সার্কাস রোডের ছয়তলা বাড়ির দোতলায় দুর্বৃত্তদের হাতে খুন হন জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু  তনয় (৩০)।






পার্সেল দেয়ার কথা বলে পাঁচজন যুবক বাসায় গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে জুলহাজ ও তনয়কে। এ সময় বাড়ির একজন নিরাপত্তাকর্মীও আহত হন।  






ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই। এর আগে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার প্রটোকল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।






হিজড়া ও সমকামীদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার জুলহাজ দেশে সমকামীদের প্রথম সাময়িকী 'রূপবানের' একজন সম্পাদক ছিলেন।






(ঢাকাটাইমস/২৫এপ্রিল/মোআ)