logo ০৩ আগস্ট ২০২৫
হাজারীবাগে লেগুনাচালক খুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ এপ্রিল, ২০১৬ ১০:৩৮:৩৬
image



ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকার বৌ বাজারে ছুরিকাঘাতে রনি নামে এক লেগুনাচালক নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।






নিহত রনি হাজারীবাগ মসজিদ গলি এলাকার বাবুল মিয়ার ছেলে।






হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুর জামান জানান, ভোরে রায়েরবাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রনি আহত হন। দ্রুত শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।






ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ সহকারী সাব-ইন্সপেক্টর বাবুল মিয়া বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।






(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এমআর)