ধর্ষণের পর শ্বাসরোধে কিশোরী হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
২৯ এপ্রিল, ২০১৬ ২২:৫০:৪১
নারায়ণগঞ্জ: সদর উপজেলার সৈয়দপুর ফকিরবাড়ি এলাকায় বুড়িগঙ্গা নদীর শাখা খাল থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরীর (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া সদর মডেল থানার এসআই রেজাউল করিম ঢাকাটাইমসকে জানান, নিহতের পরনে ছিল লাল রঙ এর সেলোয়ার কামিজ। নিহত কিশোরীর মুখে ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/প্রতিনিধি/ইএস)