logo ২০ এপ্রিল ২০২৫
জয় ‘অপহরণ চক্রান্ত’ মামলা
বৈঠকের ব্যাপারে জানতেন মাহমুদুর রহমান!
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ এপ্রিল, ২০১৬ ২১:৫৯:০৬
image



ঢাকা:  প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে ‘অপহরণ ও হত্যার’ ষড়যন্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বাংলাদেশে শফিক রেহমান বৈঠক করেন।  সেসব বৈঠকের কথা জানতেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।






রিমান্ডে গোয়েন্দা পুলিশের কাছে এমন তথ্য মাহমুদুর রহমান স্বীকার করেছেন বলে জানায় ডিবির সূত্র। মাহমুদুর রহমান বর্তমানে পাঁচ দিনের গোয়েন্দা হেফাজতে রয়েছেন। তাকে শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার‌্যালয়ে নেয়া হয়।






জয়কে ‘অপহরণ ও হত্যা’র ষড়যন্ত্রের অভিযোগে করা পল্টন থানার একটি মামলায় বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের সূত্রে একই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়া হয় মাহমুদুর রহমানকে।






গোয়েন্দা সূত্র জানায়, রিমান্ডে গোয়েন্দারা মাহমুদুর রহমানকে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। জয়কে ‘হত্যার ষড়যন্ত্রের’ জন্য ২০১২ সালে শফিক রেহমান বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বেশ কয়েকটি বৈঠক করেন।  ওই সব বৈঠকের  বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুলিশের কাছে আছে।  মাহমুদুর রহমান ওই সব বৈঠকের ব্যাপারে জানতেন। এ ছাড়া  হত্যা, অপহরণ ও ষড়যন্ত্রের সঙ্গে মাহমুদুর রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে বলেও জানায় ওই সূত্র।






এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা অঞ্চলের সিনিয়র সহকারী কমিশনার হাসান আরাফাত ঢাকাটাইমসকে বলেন, রিমান্ডে মাহমুদুর রহমান গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।  তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।






প্রধানমন্ত্রী শেখ হাসিনার  তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ গত বছরের আগস্টে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে, যা পরে মামলায় রূপান্তরিত হয়। এই বছরের ১৬ এপ্রিল ডিবি পুলিশ শফিক রেহমানকে আটক করে। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পল্টন থানার পুলিশ। ওই মামলা তাকে দুই দফায় পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।  পরে এই মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়।






(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এএ/মোআ)