পল্টনে যুবকের হাঁটুতে ছিনতাইকারীর গুলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ এপ্রিল, ২০১৬ ১০:০৫:৩৩
ঢাকা: রাজধানীর পুরানা পল্টন এলাকায় ছিনতাইকারীর গুলিতে ইফতেখার আলম নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার ভোররাত পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইফতেখার আলম ভোরে ভাইঝি তাসলিমাকে নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকায় আসেন। বাস থেকে নেমে রিকশায় করে তারা আরামবাগ এলাকা দিয়ে যাচ্ছিলেন। পুরানা পল্টন বক্স কালভার্ট রোড এলাকায় আসার পর কয়েকজন ছিনতাইকারী প্রাইভেটকার দিয়ে তাদের রিকশার গতিরোধ করেন। পরে তাদের কাছে থাকা নগদ পাঁচ হাজার টাকা, দুটি ব্যাগ ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। যাওয়ার সময় ছিনতাইকারীরা তার বাম পায়ের হাঁটুর নিচে গুলি করে। তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম জানান, ছিনতাইকারীর গুলিতে একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে শুনেছি।
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এমআর)