logo ২০ এপ্রিল ২০২৫
ফেসবুকে প্রতারণা: বিদেশিসহ গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ এপ্রিল, ২০১৬ ২১:১৯:০৮
image



ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বন্ধুত্ব করে প্রতারণার অভিযোগে এক বিদেশিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।






শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে শনিবার বিকেলে গণমাধ্যমকে নিশ্চিত করে ডিএমপির গণমাধ্যম শাখা।






গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওজোমেনা ননসো মারভিন আইকে নামের একজন নাইজেরীয় রয়েছেন। অন্য চারজন হলেন সোনিয়া শারমীন, মোছা. নুসরাত জাহান, মোছা. জাহনা বেগম লাভলী ও মো. ঈদ্রিস আলী।






ডিবির উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদার।






ডিএমপি সূত্র জানায়, সম্প্রতি কিছু আফ্রিকান নাগরিক বাংলাদেশে গার্মেন্টস ব্যবসার কথা বলে অনুপ্রবেশ করে। তারা নিজেদের ব্রিটিশ ও আমেরিকান পরিচয় দিয়ে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন লোকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে।






পরিচয়ের সূত্র ধরে পরে গিফট পাঠানোর নামে মেয়েদের ঠিকানা সংগ্রহ করে এবং পরবর্তী সময়ে বিদেশ থেকে পার্সেল এসেছে জানিয়ে টাকা পাঠানোর অনুরোধ জানায়। এ ছাড়া মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে নেকেট ছবির সাহায্যে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।






গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদার।






(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এএ)