তাঁত শ্রমিককে গলা কেটে হত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
০২ মে, ২০১৬ ০৮:৫৬:৪২
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে রাসেল মাহমুদ নামে এক তাঁত শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে পৌর এলাকার চন্দ্রগাঁতী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাসেল পৌর এলাকার চন্দ্রগাঁতী পশ্চিমপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতরাতে বাড়ি থেকে বের হওয়ার পর রাসেল আর বাড়ি আসেনি। সোমবার সকালে বাড়ি থেকে কিছু দূরে একটি ধানক্ষেতে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/২এপ্রিল/এমআর)