logo ২০ এপ্রিল ২০২৫
স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে রাত যাপন, অতঃপর খুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ মে, ২০১৬ ১২:৪৩:২৯
image



ঢাকা: রাজধানীর আদাবরের একটি আবাসিক হোটেলে এক যুবতীকে খুন করা হয়েছে। তার নাম বিউটি (২০)। শনিবার দিবাগত রাত তিনটায়  অনন্যা হোটেল থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তার স্বামী পরিচয় দানকারী ব্যক্তি পলাতক রয়েছেন।






হোটেলটির রেজিস্ট্রার খাতার বরাত দিয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, নিহত বিউটি বাগেরহাট জেলার মনির হোসেনের স্ত্রী। শনিবার সন্ধ্যায় তারা নিজেদেরকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলের ২০৩ নম্বর কক্ষে উঠেন। কিন্তু রাত ৩ টার দিকে হোটেল কর্তৃপক্ষের খবর পেয়ে ওই কক্ষের বাথরুম থেকে বিউটির মরদেহ উদ্ধার করে পুলিশ।






তিনি বলেন, বিউটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।






(ঢাকাটাইমস/১মে/এএ/জেডএ)