logo ২০ এপ্রিল ২০২৫
মহাখালীতে দুই ভাইকে কুপিয়ে পণ্যবাহী ট্রাক ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ মে, ২০১৬ ০৯:৫৯:০৫
image



ঢাকা: রাজধানীর মহাখালী ফ্লাইওভারে দুই ভাইকে কুপিয়ে ট্রাকভর্তি শুকনা মরিচ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।






আহতরা হলেন- মো. নাসির ও তার বড় ভাই আব্দুর রশিদ।






আহত নাসির জানান, পুরান ঢাকার শ্যামবাজার থেকে ট্রাকে শুকনা মরিচ ভর্তি করে তারা টাঙ্গাইল যাচ্ছিলেন। রাত তিনটার দিকে মহাখালী ফ্লাইওভারের গোড়ায় নামার সময় একটি প্রাইভেটকারে করে কয়েকজন দুর্বৃত্ত এসে ট্রাকটির গতিরোধ করে। এবং দুই ভাইকে কুপিয়ে ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। পরে ট্রাকের চালক বিষয়টি অন্য একটি ট্রাকের চালককে জানালে তার দেয়া তথ্যমতে আশুলিয়া থানা পুলিশ ট্রাকটিসহ দু’জনকে আটক করে।






আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম জানান, খবরপেয়ে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ সময় আরমান ও আব্দুল করিম নামে দুই ছিনতাইকারীকেও আটক করা হয়েছে। ছিনতাই করা মরিচ গাজীপুরে বিক্রি করে দিয়েছে বলে আটকরা জানিয়েছে।






ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাবুল জানান, ভোরে দুর্বৃত্তের হামলায় আহত দুজন ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে।






(ঢাকাটাইমস/৩মে/এএ/এমআর)