ঢাকা: রাজধানীর উত্তরায় ছিনতাইকারীদের গুলিতে মো. আতিক নামে গার্মেন্টস কারখানার এক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আতিক অনন্ত গার্মেন্টসের পোশাক কর্মকর্তা।
নিহতের স্ত্রী জিয়াসমিন ঢাকাটাইমসকে বলেন, বুধবার রাত ১১টার দিকে গার্মেন্টস থেকে বের হয়ে রিকশাযোগে বাসায় ফিরছিল আতিক। উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় আসার পর কয়েকজন ছিনতাইকারী মাথায় গুলি করে তার কাছে থাকা সাড়ে আট হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায়। পরে তার বন্ধু মনির উদ্ধার করে আতিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া একটার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/৫মে/এএ/এমআর)