জুয়া খেলতে বাধা দেয়ায় চাচা-ভাতিজাকে কুপিয়ে জখম
পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
১৩ মে, ২০১৬ ১২:০৯:১৪
পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলায় জুয়া খেলায় বাধা দেয়ায় মসজিদে ঢুকে চাচা-ভাতিজাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার আটটার দিকে উপজেলার ভাইজোড়া গ্রামের সিকদার বাড়ির বায়তূন নুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ভাইজোড়া গ্রামের বাচ্চু সিকদার ও তার ভাতিজা নাজমুল হুদা। তাদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে একই এলাকার রাসেল নামে এক যুবককে জুয়া খেলতে নিষেধ করে নাজমুল। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল রাত আটটার দিকে রাসেল কয়েকজনকে নিয়ে নাজমুলের ওপর হামলা চালায়। বাঁচার জন্য নাজমুল দৌড়ে মসজিদে আশ্রয় নিলে যুবকরা সেখানে গিয়ে তাকে কোপাতে থাকে। ভাতিজাকে বাঁচাতে এগিয়ে এলে দুর্বৃত্তরা চাচা বাচ্চু সিকদারকেও কুপিয়ে জখম করে। এসময় সেখানে উপস্থিত থাকা মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
(ঢাকাটাইমস/১৩মে/এমআর)