রায়েরবাগে শ্যালকের হাতে দুলাভাই খুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ মে, ২০১৬ ১০:২৩:১৫
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগে শ্যালকের হাতে দুলাভাই খুন হয়েছেন। নিহতের নাম মো. বাবু (৩৫)। পেশায় তিনি পরিবহনচালক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সকালে ছেলে ও বউকে আনতে রায়েরবাগ শ্বশুরবাড়িতে যায় বাবু। এসময় তার শ্যালক হৃদয় লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে বাবুর মৃত্যু হয়।
তবে কী কারণে বাবুকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি।
ঘটনার পর থেকে শ্যালক হৃদয় পলাতক রয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।
(ঢাকাটাইমস/৯মে/এএ/জেডএ)