logo ২০ এপ্রিল ২০২৫
ফিলিং স্টেশনে ছিনতাই, দুই ইরানি নাগরিক আটক
ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
২১ মে, ২০১৬ ২০:০১:২৯
image



ফরিদপুর: ফরিদপুরে একটি ফিলিং স্টেশনের টাকা ছিনতায়ের অভিযোগে দুই ইরানি নাগরিককে আটক করেছে পুলিশ।






শুক্রবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুর সদরের ইউনাইটেড পেট্রল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।






তারা হলেন- ডেভড ইয়ার বিগি ডারভি সানড (৩৬) ও আলী রেজা ওরফে ফাইজার (২৮)। এদের দুজনেরই বাড়ি ইরানের কারাজ এলাকায়।






তাদের কাছ থেকে উদ্বার হওয়া পাসপোর্ট থেকে জানা যায়, ওই দুই ব্যক্তি এক মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে গত ৪ মে বাংলাদেশে আসেন। আগামী ২৯ মে তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার কথা।






পুলিশ ও মেসার্স তোফাজউদ্দিন ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান ও মালিক জামাল মীরের কাছ থেকে জানা যায়, শুক্রবার বিকালে সাড়ে চারটার দিকে দুটি সিলভার রঙের প্রাইভেট কারে করে চারজন বিদেশি নাগরিক ঢাকা-বরিশাল মহাসড়কে নগরকান্দা উপজেলার মেসার্স তোফাজউদ্দিন ফিলিং স্টেশনে আসেন। তারা পেট্রল পাম্পের ব্যবস্থাপক মো. কামরুজ্জামানের কক্ষে ঢুকে ভয় ভীতি দেখিয়ে ৬২ হাজার পাঁচশ টাকা নিয়ে যায়। পরে ওই ব্যবস্থাপক মোটরসাইকেলে পিছু নিয়ে ফরিদপুর সদরের ইউনাইটেড ফিলিং স্টেশনে ওই গাড়ি দুটি দেখতে পেয়ে এলাকাবাসীর সহায়তায় সাড়ে পাঁচটার দিকে একটি গাড়িসহ দুই ইরানি নাগরিককে আটক করতে সক্ষম হয়। অপর দুই বিদেশি গাড়িসহ পালিয়ে যায়।






ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ওই দুই বিদেশি নাগরিককে আটক করে। তবে ছিনতায়ের ঘটনাটি নগরকান্দা থানা এলাকার মধ্যে পড়ায় আটককৃতদের নগরকান্দা থানায় সোপর্দ করা হয়েছে।






ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানায় উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত দত্ত জানান, আটক দুই ইরানি নাগরিকের কাছ থেকে ছিনতাই করা ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।






এ ব্যাপারে মেসার্স তোফাজউদ্দিন ফিলিং স্টেশনের মালিক নগরকান্দার ছাগলছিড়া এলাকার বাসিন্দা জামাল মীর বাদী হয়ে শনিবার দুপুরে দুই ইরানি নাগরিকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে নগরকান্দা থানায় ছিনতাই ও দস্যুতার অভিযোগ একটি মামলা দায়ের করেছেন।






শনিবার  বিকালে ওই দুই বিদেশি নাগরিককে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।






(ঢাকাটাইমস/প্রতিনিধি/ইএস)