লক্ষ্মীপুরে দুই ভাইকে গুলি করে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
২৫ মে, ২০১৬ ১৩:২৬:৪৮
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে দুই ভাইকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামের বৈদ্দের বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. ইসমাইল হোসেন চৌধুরী ও তার ভাই ইব্রাহীম হোসেন রতন। তারা সদর উপজেলার পূর্ব বশিকপুর গ্রামের মুন্সি বাড়ির শফিক উদ্দিনের ছেলে।
জানা গেছে, সকালে ইসমাইল ও রতন বৈদ্দের বাড়ির মোড়ের একটি চায়ের দোকানে বসে গল্প করছিল। এ সময় একটি অটোরিকশায় করে কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা এসে তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার জানান, হাসপাতালে আনার আগেই দু’জনের মৃত্যু হয়েছে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার নাসিম মিয়া ঢাকাটাইমসকে জানায়, নিহত দুইজনই সন্ত্রাসী। এদের মধ্যে রতন একটি বাহিনীর প্রধান। প্রতিপক্ষের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/২৫মে/এমআর)