logo ২০ এপ্রিল ২০২৫
হাসপাতালের কক্ষে কলেজছাত্রীকে ধর্ষণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
২৬ মে, ২০১৬ ২০:৪১:১৪
image



চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী দেখতে আসা এক কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেসময় ওই ছাত্রীর প্রেমিকের গলায় ছুরি ধরে আটকে রাখা হয়। এ ঘটনায় আসিফ নামের এক বখাটে যুবকের বিরুদ্ধে জেলা আদালতে মামলা দায়ের করা হয়েছে।






বৃহস্পতিবার দুপুরে বেসরকারি সংগঠন মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট খন্দকার অহিদুল আলম বাদী হয়ে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১’র আদালতে এ মামলা দায়ের করেন।






অভিযুক্ত আসিফ চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের আতিয়ার রহমানের ছেলে।






আদালতের বিচারক শিরিন কবিতা আখতার চুয়াডাঙ্গা সদর থানাকে বিষয়টি এফআইআর হিসেবে গণ্য করে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।






মামলার বিবরণে জানা যায়, গত ১৭ মে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী গ্রামের এক কলেজছাত্রী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন খালাতো ভাইকে দেখতে আসেন। কলেজছাত্রী তার প্রেমিক সদর উপজেলার পিতম্বরপুর গ্রামের মিঠুনের সঙ্গে বাড়ি ফেরার জন্য বের হয়। এসময় হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থানরত চুয়াডাঙ্গা বেলগাছি গ্রামের আতিয়ার রহমানের ছেলে আসিফসহ চার যুবক তাদেরকে ডেকে নিয়ে পাশের ‘ওয়ানস্টপ ক্রাইসিস সেল’ নামের পরিত্যক্ত কক্ষে আটক করে। পরে প্রেমিকের গলায় ছুরি ধরে কলেজছাত্রীকে ধর্ষণ করে আসিফ।






চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, এ বিষয়ে আদালতের নির্দেশনা হাতে পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।






(ঢাকাটাইমস/২৬মে/প্রতিনিধি/ইএস)