রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): জায়গা দখলে নিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসতঘর ভেঙে দিয়ে স্কুল ও কলেজ পড়ুয়া দুই মেয়েসহ এক মাকে হাতুড়ি পেটা করেছে সন্ত্রাসীরা।
শনিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর স্লুইস গেইট এলাকায় ঘটে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, স্কুল ও কলেজ পড়ুয়া মেয়ে লতা আক্তার ও রিতা আক্তারকে নিয়ে মা রেনু বেগম বাপের বাড়ি গন্ধর্বপুর স্লুইস গেইট এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। রেনু বেগম স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে দুই মেয়েকে লেখাপড়া করিয়ে কোনো রকম সংসার চালান।
কিন্তু, একই এলাকার সন্ত্রাসী জামাল, কামাল, সজীবসহ তাদের লোকজন বসতবাড়িটি দখলে নিতে দীর্ঘ দিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। প্রায় সময়ই বাড়িতে নেশাখোরদের দিয়ে হামলা চালাত সন্ত্রাসীরা।
শনিবার দুপুরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বসতবাড়িতে হামলা চালায়। এসময় তারা ঘরের চালা, টিনের বেড়াসহ পুরো বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়ে অন্যত্র ফেলে দেয়। পরে ঘরে থাকা টেলিভিশন, ফ্রিজ, নগদ টাকা, স্বর্ণালংকার, কাপড়সহ যাবতীয় মালপত্র লুট করে নিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদ করায় কলেজ পড়–য়া মেয়ে লতা আক্তার, রিতা আক্তার ও মা রেনু বেগমকে মারধর করে হাতুড়ি পেটা করে তারা। শুধু তাই নয়, লেখা পড়ার বই-খাতাও ছিড়ে ফেলা হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকেই হামলার শিকার মা ও ওই দুই মেয়ে চরম নিরাপত্তাহীনতা ভুগছেন বলে জানান তারা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার সংবাদ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/ইএস)