শাহজালালে ৪২ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ মে, ২০১৬ ১১:৪২:৩৬
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার রাত আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম নিজামুল হক ফরায়েজী।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক তারেক মাহমুদ ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাত আড়াইটার দিকে কাতার এয়ারওয়েজের (কিউআর-৬৩৭) একটি ফ্লাইটে নিজামুল কাতার যাচ্ছিলেন। এসময় তার গতিবিধি সন্দেহ হওয়ায় দেহ তল্লাশি করা হয়। পরে তার দুই পায়ের মোজার ভেতর থেকে বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়।
তারেক মাহমুদ আরও জানান, গ্রেপ্তার নিজামুলের কাছ থেকে ইউএসএ, কাতার, ওমান, জর্ডান, কুয়েত ও বাহরাইনের মুদ্রা পাওয়া গেছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ হলো ৪২ লাখ টাকা।
এ ঘটনায় নিজামুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, মানি লন্ডারিং আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/৩১মে/এএ/জেডএ)