logo ২০ এপ্রিল ২০২৫
রাজধানীতে চিনির ট্রাক ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ মে, ২০১৬ ১১:৪১:৩৬
image



ঢাকা: রাজধানীর শ্যামলীতে চালককে মারধর করে একটি চিনির ট্রাক ছিনতাই করেছে দৃর্বৃত্তরা। সোমবার রাত ২টার দিকে শ্যামলী ও আদাবরের মাঝামাঝি জায়গায় এ ঘটনা ঘটে। আহত ট্রাকচালক দ্বীন ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।






আদারবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






তিনি জানান, সাভারের কাজিপাড়া থেকে চিনি নিয়ে ঢাকায় আসছিল ট্রাকচালক দ্বীন ইসলাম। শ্যামলী ও আদাবরের মাঝামাঝি জায়গায় আসার পর একদল দুর্বৃত্ত ট্রাকটিকে (ঢাকা মেট্রো-ট ১৪৫১৯১) গতিরোধ করে। এসময় তারা চালককে মারধর করে চিনিবোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। চালককে মারধরের সময় হেলপার ভয়ে পালিয়ে যায়।






এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা করা হয়নি বলে জানান ওসি।






আহত ট্রাকচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।






(ঢাকাটাইমস/৩১মে/এএ/জেডএ)