ঢাকা: রাজধানীর ওয়ারী থানার টিকাটুলী মোড়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন ভাই-বোন। এরা হলেন- এজাজুল হক (২৬) ও ফারিয়া তাবাসসুসম (২১)।
বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচ হাজার টাকা ও একটি ল্যাপটপ নিয়ে গেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত এজাজুল হক ঢাকাটাইমসকে বলেন, ভোর পাঁচটার দিকে আমরা ঢাকা বিশ^বিদ্যলয়ের রোকেয়া হলের সামনে থেকে রিকশাযোগে সায়েদাবাদ যাচ্ছিলাম গ্রামের যাওয়ার উদ্দেশ্যে। রিকশাটি ওয়ারীর টিকাটুলী মোড়ে পৌঁছামাত্র তিন-চারজন ছিনতাইকারী আমাদের রিকশার গতিরোধ করে। পরে তারা আমার বোনের ঘাড়ে ও হাতে আমার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এসময় আমাদের কাছে থাকা পাঁচ হাজার টাকা ও একটি ল্যাপটপ নিয়ে যায়।
আহত ফারিয়া তাবাসসুসম ঢাকা বিশ^বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী। তিনি রোকেয়া হলে থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশের ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঢাকাটাইমসকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/০৯জুন/এএ/জেডএ)