logo ২০ এপ্রিল ২০২৫
হত্যা মামলায় ঢাকা মেডিকেল থেকে কর্মচারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ জুন, ২০১৬ ১০:১৯:৪৭
image




ঢাকা: হত্যা মামলার আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী বাবুল শেখকে (৪৮)তার কর্মস্থল থেকে গ্রেপ্‌তার করেছে বাগেরহাটের চিতলমারীর থানার পুলিশ।  বাবুল শেখ এই হাসপাতালের নতুন ভবনের ৭০২ নম্বর ওয়ার্ডের ক্লিনার।



গতকাল সোমবার রাত নয়টার দিকে ও হাসপাতালের নতুন ভবনরে নিচতলা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।



পুলিম জানায়, গত ২ এপ্রিল চিতলমারী থানায় করা একটি হত্যা মামলার দুই নম্বর আসমি বাবুল শেখ। চিতলমারীর তিনঘড়ি গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে আবুল কাশেম মাখনকে হত্যার দায়ে ওই মামলা করা হয়। মাখনকে শ্বাসরোধ ও  গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়।



বাবুল শেখকে গ্রেপ্তারের পর শাহবাগ থানায় নেয়া হয়।  



(ঢাকাটাইমস/৭জুন/মোআ)