logo ২০ এপ্রিল ২০২৫
ধর্ষিতার ভিডিও, অভিযোগ আমলে নেয়নি থানা!
লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
০২ জুন, ২০১৬ ০০:২৫:১৪
image



লালমনিরহাট: ধর্ষকের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওসহ অভিযোগ করলেও তা আমলে নেয়নি লালমনিরহাটের আদিতমারী থানা। ধর্ষকের পরিবার গ্রামছাড়া করার হুমকি দিলে পরে নিজের নিরাপত্তা চেয়ে সাত দিন পর মঙ্গলবার আদালতে মামলা করেছেন ওই ধর্ষিতা। 






আদালতের মামলার বিবরণে জানা যায়, আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের ফাতাংটারী গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী জাহেদুল ইসলাম খান ওরফে জাহেদুল মহাজনের ছেলে তৌহিদ খান (২৬) বিয়ের প্রলোভন দেখিয়ে তার প্রতিবেশী ভূমিহীন হোটেল শ্রমিকের স্ত্রীর (৩০) সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। র্দীঘদিন ধরে চলা এই অনৈতিক সম্পর্কের সময় আপত্তিকর অবস্থার কিছু ভিডিও ফুটেজ গোপনে ধারণ করেন ওই যুবক। 






গত ২২ মে  রাতে স্বামীর অনুপস্থিতির সুযোগে আবার অনৈতিক সম্পর্কে লিপ্ত হলে তৌহিদকে বিয়ের জন্য চাপ দেন গৃহবধূ। এতে তৌহিদ মোবাইল ফোনে ধারণ করা নগ্ন ভিডিওটি বাজারে ছেড়ে দেয়ার হুমকি দেন। পরে গৃহবধূ  তাকে আটকে দিলে মোবাইল ফোন রেখে পালিয়ে যান তৌহিদ।






ওই গৃহবধূ স্থানীয় পর্যায়ে বিচার চাইলে ২৩ মে দিনভর আপোষ-মীমাংসার চেষ্টা চললেও একটি প্রভাশালী হলের চাপে তা ব্যর্থ হয়।  বর্তমানে ওই প্রভাবশালী চক্রটি বিষয়টি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চালাচ্ছে।






অবশেষে ধর্ষিতা গৃহবধূ গত ২৪ মে বিচার চেয়ে আদিতমারী থানায় ধর্ষক তৌহিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। সেই সঙ্গে আলামত হিসেবে ধর্ষকের ব্যবহৃত মোবাইল ফোনটিও থানায় জমা দেন তিনি।






থানায় অভিযোগের খবর পেয়ে ধর্ষকের পরিবার উল্টো গ্রামছাড়ার হুমকি দিলে নিজের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার ওই গৃহবধূ নিজে বাদি হয়ে ধর্ষকসহ পাঁচজনের বিরুদ্ধে লালমনিরহাট আদালতে একটি মামলা করেন।






এদিকে অভিযোগ দায়েরের ৭ দিন পরও কোনো আইনি পদক্ষেপ নেয়নি পুলিশ।






এ ব্যাপারে আদিতমারী থানার ওসি (তদন্ত) আব্দুস সোবহান জানান, অভিযোগটির তদন্ত করতে অফিসার পাঠানো হয়েছিল।






অভিযোগটি আমলে না নেয়া ও থানায় আপত্তিকর ভিডিও জমা দেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে  কথা বলার পরামর্শ দেন।






এ ব্যাপারে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বাদিনীর অভিযোগটি তদন্ত করা হয়েছে। বাদিনীকে পাঠায়ে দেন মামলা করে দিব।”  বাদিকে পাঠানো কি সাংবাদিকের কাজ- এমন প্রশ্নে তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।    






(ঢাকাটাইমস/২জুন/মোআ)