ঢাকা: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগের সামনে ময়লার স্তূপ থেকে আজ মঙ্গলবার সকালে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমান সংবাদমাধ্যমকে জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে নির্মাণাধীন আসাদ স্মৃতি জাদুঘরের পাশের ময়লার স্তূপ থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে মৃতদেহটি মর্গে পাঠানো হয়।
এই নবজাতকের বিষয়ে আর কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ্
(ঢাকাটাইমস/৭জুন/মোআ)