সাভার (ঢাকা) : সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে মৌসুমী বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকে স্বামী অটোরিকশাচালক সাদ্দাম হোসেন পলাতক রয়েছে।
সোমবার ১১টার দিকে আশুলিয়ার দূর্গাপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মৌসুমী সাউর্দান কারখানার অপারেটর পদে কাজ করত। সে বেগম নওগাঁ জেলার মান্দা থানার বইলশিং গ্রামের ফজলুর রহমানের মেয়ে। এবং আশুলিয়ার দূর্গাপুর এলাকার স্বামীর সাথে ভাড়া থাকত।
নিহতের স্বজনেরা জানায়, গত কয়েক দিন ধরে ওই দম্পতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া চলে আসছিল। এরপর সোমবার রাতে ওই গৃহবধূ তার মায়ের সাথে বাজারে যাওয়ার পথে স্বামী সাদ্দাম হোসেন পিছন থেকে তাকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী সাদ্দাম পলাতক রয়েছে। তবে দ্রুত তাকে আটক করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/৭ মে/প্রতিনিধি/এলএ)