logo ২০ এপ্রিল ২০২৫
৭ ডাকাত আটক, ওসিসহ গুলিবিদ্ধ ৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১২ জুন, ২০১৬ ০৯:৪৫:৫০
image



ঢাকা: পুরান ঢাকার গেন্ডারিয়ায় ডাকাত দলের সঙ্গে গোলাগুলির ঘটনায় ওসিসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।






গুলিবিদ্ধ তিন ডাকাত হলেন- সজিব (২০), স্বপন (২০), মিলন (২৫)। তাদেরকে রাজধানীর পঙ্গু  হাসপাতালে ভর্তি করা হয়েছে।






পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে সাত ডাকাতকে আটক করা হয়। আটক হওয়া ডাকাতদের তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুইটি রামদা উদ্ধার করা হয়েছে।






এ ঘটনায় ডাকাতদের গুলিতে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমানও গুলিবিদ্ধ হয়েছেন। তিনি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।






ওসি কাজী মিজানুর রহমান ঢাকাটাইমসকে বলেন, শনিবার রাত একটার দিকে গেন্ডারিয়া থানার নামাপাড়া মসজিদের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ তিন ডাকাতসহ মোট সাত ডাকাতকে আটক করা হয়েছে বলেও জানান ওসি। গোলাগুলির ঘটনায় তিনিও গুলিবিদ্ধ হয়েছেন।






এ বিষয়ে বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।






(ঢাকাটাইমস/১২জুন/এএ/জেডএ)