logo ২০ এপ্রিল ২০২৫
১১৪টি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট উদ্ধার, সাতজনের দণ্ড
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুন, ২০১৬ ১৭:৫৩:৪৭
image



ঢাকা: রাজধানীর পল্টন থানার এয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল লিমিটেড ও এটিভি ওভারসিজ লিমিটেড অফিসের সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে মেয়াদোত্তীর্ণ ১১৪টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. তাজুল ইসলাম (৬২), মো. আবদুল মাজেদ (৩১), মো. হুমায়ুন কবির রাসেল (৩৪), স্বপন কুমার চক্রবর্তী (৫০), শওকত আলী প্রকাশ ময়না (৪৬), শহিদুল আলম মজনু (৫৪) আবদুর রহিম (৩৬)।






গতকাল সোমবার বিকালে এ অভিযান পরিচালনা করা হলেও আজ মঙ্গলবার বিকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে র‌্যাব। ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন।






র‌্যাব জানায়, র‌্যাব-৩ জানতে পারে যে, পল্টনের ৫৩/৩ ডিআইডি এক্সটেশন রোডের এয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল লি. ও এটিভি ওভারসিজ লি. এর অফিসে বিভিন্ন জেলার লোকজনকে বিভিন্ন দেশে পাঠিয়ে আসছিল। সেখানে তারা অসৎ উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির নামীয় পাসপোর্ট আটক রেখে টাকা আদায়সহ হয়রানি করে আসছে। ওই বিষয়ে অনুসন্ধানের জন্য র‌্যাব-৩ এর গতকাল মঙ্গলবার বিকাল চারটার সময়ে অভিযান চালায়। র‌্যাবের এএসপি মো. আলমগীর রহমান এবং এএসপি মো. মোস্তফা মঞ্জুরের নেতৃত্বে এয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল লি. ও এটিভি ওভারসিজ লি. এর অফিসে অভিযান পরিচালনা করে ২২২টি ভিসা সম্পূর্ণ পাসপোর্ট, ৭৭০টি ভিসা প্রসেসিংয়ের জন্য পাসপোর্ট এবং ১১৪টি মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট জব্দ করে। এ সময়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত তাজুল ইসলামকে ৫০ হাজার ঢাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড, আবদুল মাজেদ ও হুমায়ুন কবির রাসেলকে ৩০ হাজার  টাকা করে ৬০ হাজার ঢাকা জরিমানা অনাদায়ে ১০ দিন কারাদণ্ড, স্বপন কুমার চক্রবর্তী, শওকত আলী প্রকাশ ময়না, শহিদুল আলম মজনু ও আবদুর রহিমসহ প্রত্যেককে ১০ হাজার ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।






আদালত মেয়াদোত্তীর্ণ ১১৪টি পাসপোর্ট জব্দ করেন। ভ্রাম্যমাণ আদালত অবশিষ্ট ২২২টি ভিসাসম্পন্ন পাসপোর্ট, ৭৭০টি ভিসা প্রসেসিংয়ে জন্য পাসপোর্ট বায়রার ইসি মেম্বার মো. নুরুল আমিনের জিম্মায় দেন।






(ঢাকাটাইমস/১৫জুন/এএ/জেবি)