logo ২৪ মে ২০২৫
তারকাঁটা ঢুকিয়ে কিশোরকে রাতভর নির্যাতন
রূপগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
২১ জুন, ২০১৬ ২১:২৯:৪৭
image




রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): উপজেলার মাছিমপুর এলাকায় পূর্বশত্রুতার জের ধরে সাইফুল ইসলাম (১৬) নামে এক কিশোরকে রাতভর আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় সাইফুলের হাতে পায়ে তারকাঁটা ঢুকিয়ে দেয়া হয়। নির্যাতিত ওই কিশোর এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে।



সোমবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতিত সাইফুল ইসলাম মাছিমপুর এলাকার আলী হোসেনের ছেলে।



সাইফুল ইসলামের মা শাহনাজ বেগম জানান, সোমবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে মাছিমপুর এলাকার জজ মিয়ার বাড়ির সামনে থেকে পরিকল্পিতভাবে হালিম, মোবারক, শফিকুল ইসলাম, ইউনুস, ফজলুসহ আরও অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সাইফুলের পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা সাইফুল ইসলামের চোখ মুখ বেধে মীরগদাই সাকিনস্থ কবরস্থানের কাঠ বাগানের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে সন্ত্রাসী হালিম ও শফিকুল আলম তাদের হাতে থাকা রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে ও পায়ের হাটুতে তাঁরকাটা ঢুকিয়ে জখম করে। এছাড়া সন্ত্রাসী হালিম তার হাতে থাকা জলন্ত সিগারেট দিয়ে সাইফুল ইসলামের সারা শরীরে আগুনের ছেকা দেয়। একপর্যায়ে সাইফুলকে মৃত ভেবে সন্ত্রাসীরা চলে যায়। পরে স্থানীয় লোকজন গোঙানোর শব্দ শুনে সাইফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করে।



মঙ্গলবার এ ব্যপারে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।



(ঢাকাটাইমস/২১জুন/প্রতিনিধি/ইএস)