logo ২০ এপ্রিল ২০২৫
মাদারীপুরে চাচার পিটুনিতে ভাতিজার মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
২৬ জুন, ২০১৬ ১২:১৭:২৮
image




মাদারীপুর: মাদারীপুরে জমির বিরোধের জেরে সাদ্দাম বেপারী (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।



শনিবার রাত ১১টার দিকে পশ্চিম রাস্তি গ্রামে এ ঘটনা ঘটে।



স্থানীয়রা জানায়, পশ্চিম রাস্তি গ্রামের সাদ্দাম বেপারীর সঙ্গে দীর্ঘদিন ধরে চাচা খলিল বেপারীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার রাতে স্থানীয়রা শালিস-বৈঠক বসে। এ সময় উভয় পক্ষের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়।



এরপর চাচা খলিল বেপারী ও তার ছেলে টিপু সাদ্দামকে পিটিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় সাদ্দামকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



 প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য চাচা খলিল বেপারীকে আটক করেছে পুলিশ।



(ঢাকাটাইমস/২৬ জুন/এলএ)