চাঁদপুর: শহরের তালতলায় ক্রিকেট খেলা নিয়ে পূর্ব শক্রতার জের ধরে মো: ফয়সাল আহমেদ (১৪) নামে ৮ম শ্রেণির এক ছাত্রের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় ধারালো অস্ত্রেও আঘাতে পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে তারা। মুমূর্ষ অবস্থায় ওই ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে নাজির পাড়া নাহার মঞ্জিলের সামনে এ নৃশংস ঘটনা ঘটে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় ১৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন ফয়সালের বোন রুবি আক্তার। এ ঘটনায় জড়িত অভিযোগে আজ বিকালে ৬ যুবককে আটক করেছে পুলিশ।
হামলার শিকার ফয়সাল প্রবাসী নজরুল ইসলামের ছেলে ও চাঁদপুর হাছান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শক্রতার জের ধরে শহরের তালতলায় এক দল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে ওৎ পেতে বসে থাকে। ফয়সাল নামাজ পড়তে যাওয়া সময় তারা গতিরোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে। এক পর্যায়ে তারা ফয়সালের ডান হাতের কব্জি কেটে ফেলে।
পরে, ফয়সালের চিৎকার শুনে তাকে উদ্বার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার বেলায়েত হোসেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফয়সালের অবস্থা আশঙ্কাজনক বলে জানান রুবি আক্তার।
(ঢাকাটাইমস/২৪জুন/প্রতিনিধি/ইএস)