৩ কেজি ধানের জন্য ভাইকে খুন
টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
২৩ জুন, ২০১৬ ২৩:০০:১৭

টাঙ্গাইল: জেলার মির্জাপুর উপজেলায় মাত্র তিন কেজি ধানের জন্য ছোট ভাই বুলুকে খুন করেছেন তারই মেজ ভাই কুলু মিয়া। খুনের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার হওয়া কলু মিয়া।
বৃহস্পতিবার মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত শনিবার ভোরে উপজেলার ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামে সমির উদ্দিন ওরফে বুলু (২৮) খুন হন। এ ঘটনায় তাঁর বাবা তোতা মিয়া বাদী হয়ে গত রবিবার মির্জাপুর থানায় মামলা করেন। পরে পুলিশ বুলুর মেজো ভাই কলুকে গ্রেপ্তার করে।
গতকাল বুধবার টাঙ্গাইল জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ভাইকে খুনের স্বীকারোক্তি দেন কলু। স্বীকারোক্তিতে কলু জানান, তাঁরা চার ভাই। তাঁর সঙ্গে বুলুর সম্পর্ক খারাপ ছিল। বুলু খুন হওয়ার পাঁচ-ছয় দিন আগে তাঁদের বাড়ির পাশের জমিতে ধানের বীজতলা তৈরির জন্য বুলুর কাছে তিনি তিন কেজি ধান চান। কিন্তু বুলু ধান দিতে রাজি হননি। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একে অপরকে হত্যার হুমকি দেন। এর পর কলু তাঁর প্রতিবেশি চাচাতো ভাই ছাদেক মিয়াকে ৮০ হাজার ৩০০ টাকা দেন বুলুকে হত্যার জন্য। এরপর পরিকল্পিতভাবে গত শনিবার ভোরে গাভির দুধ দোহন করার সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে ছাদেক বুলুর মাথায় আঘাত করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই মোশারফ জানান, কলু মিয়া টাঙ্গাইল জেল হাজতে রয়েছেন। ছাদেককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/২৩জুন/প্রতিনিধি/ইএস)