ঢাকা: কুষ্টিয়ার দৌলতপুরে মঙ্গলবার গভীর রাতে এক যুবককে হত্যা করা হয়েছে। অভিযোগের তীর নিহত যুবকের দুলাভাইয়ের দিকে। নিহতের নাম জানারুল ইসলাম। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে লামিয়া খানম নামে এক শিশু খুন হয়েছে। আজ বুধবার সকালে একটি পাটক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
প্রতিনিধিদের পাঠানো খবর-
কুষ্টিয়া: স্থানীয়রা জানায়, ধারের টাকা নিয়ে বাকবিত-ার একপর্যায়ে দুলাভাই রফিক ক্ষিপ্ত হয়ে তার হাসুয়া দিয়ে শ্যালক জানারুল ইসলামকে কুপিয়ে আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শাহীন জানান, রফিককে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা গ্রামে লামিয়া খানম নামে এক শিশুকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত লামিয়া বামনডাঙ্গা দাখিল মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্রী ছিল।
বুধবার সকালে একটি পাটক্ষেত থেকে লামিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। রাতে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি তাকে পাওয়া যায়নি।
সকালে স্থানীয়রা বাড়ির কাছে একটি পাট ক্ষেতের মধ্যে লামিয়ার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
(ঢাকাটাইমস/২২ জুন/প্রতিনিধি/এলএ)