logo ২০ এপ্রিল ২০২৫
তাস খেলার সময় ছুরিকাঘাতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ জুন, ২০১৬ ১৪:২৬:১১
image



ঢাকা: রাজধানীর ভাটারা থানার সাঈদনগর বালুর মাঠে তাস খেলার সময় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। তার নাম মো. জাহাঙ্গীর হোসেন (২০)। আজ বুধবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 






ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঢাকাটাইমসকে বলেন, আজ বুধবার ভোর পাঁচটার দিকে ভাটারা থানার সাঈদনগর বালুর মাঠে জাহাঙ্গীরসহ চারজন মিলে তাস খেলছিলেন। ওই সময় কেউ তার বুকে ছুরিকাঘাত করে। এতে জাহাঙ্গীর গুরুতর আহত হন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






নিহত জাহাঙ্গীর হোসেন রাজধানীর ভাটারা থানার নুরেরচালা রোডের আলী হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি কিশোরগঞ্জের ইটনার পাঞ্চু মিয়ার ছেলে।






জানতে চাইলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাকিন ঢাকাটাইমসকে বলেন, আটককৃতদের আমরা জিজ্ঞাসাবাদ করছি। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।






(ঢাকাটাইমস/২৯জুন/এএ/জেবি)