ঢাকা: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক হাজার ১৯৪ পিস ইয়াবাসহ ফরহাদুর রহমান নামে ৩২ বছর বয়সী এক যুবককে আটক করেছে শুল্ক বিভাগ। সোমবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, ঢাকা থেকে বিজি-০৩৫ ফ্লাইটে জেদ্দা যাওয়ার সময় তার শরীরে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ফরহাদুর রহমানের বাড়ি সাতক্ষীরায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে শহীদুজ্জামান জানিয়েছেন।
(ঢাকাটাইমস/৪জুলাই/এএ/এমআর)