ছেলের রডের আঘাতে পিতা নিহত
দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
০৩ জুলাই, ২০১৬ ১০:৫৫:৫০
দিনাজপুর: জেলার হাকিমপুরে ছেলের রডের আঘাতে মো. আব্বাস আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শুক্রবার দুপুরে তিনি মারা যান তিনি।
আব্বাস আলী উপজেলার বোয়ালদাঁড় ইউনিয়নের বোয়ালদাঁড় গ্রামের বাসিন্দা।
শনিবার রাতে হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, দুপুর উপজেলার বোয়ালদাঁড় আব্বাস আলী ও তার ছেলে আলাউদ্দিনের (৩০) তর্কবিতর্ক হয়। একপর্যায়ে আব্বাস আলী ছেলেকে মারধর করেন। এতে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা লোহার রড দিয়ে বাবার মাথায় আঘাত করে পালিয়ে যান। পরিবারের লোকজন গুরুতর আহতাবস্থায় আব্বাস আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান জানান, পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের লিখিত অভিযোগ দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/০৩জুলাই/প্রতিনিধি/ইএস)