logo ২০ এপ্রিল ২০২৫
প্রেসক্লাবের সামনে দিনেদুপুরে ২০ লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুলাই, ২০১৬ ২১:২৪:৪২
image



ঢাকা: রাজধানীতে দিনেদুপুরে গুলি করে এক গার্মেন্টস কর্মকর্তার কাছ থেকে ২০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আটজন ছিনতাইকারী কমান্ডো স্টাইলে চারটি মোটরসাইকেলে এসে এ ঘটনা ঘটায়। আজ শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।  আহত ওই গার্মেন্টস কর্মকর্তার নাম আবদুস সোবাহান (৪৫)। তিনি আল-হিজাদ টেক্সটাইল মিলের সুপারভাইজার। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।






আল জিহাদ টেক্সটাইল মিলটির মালিক শাকিল জানান,  আজ শনিবার বিকালে ওয়াদুদের সঙ্গে সুপারভাইজার সোবাহান প্রাইভেটকার যোগে যাওয়ার সময় দুর্বৃত্তরা গাড়ি থামিয়ে গ্লাস ভেঙে সুপারভাইজার সোবহানের পায়ে গুলি করে ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়। আহত ওই সুপারভাইজারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।






ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, চারটি মোটরসাইকেলে আটজন সন্ত্রাসী এসে সোবহানের পায়ে গুলি করে এবং সঙ্গে থাকা ২০ লাখ টাকা নিয়ে যায়। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।






(ঢাকাটাইমস/০২জুলাই/এএ/জেবি)