নান্দাইল ও ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইল উপজেলার চ-িপাশা ইউনিয়নের একটি গ্রামে বখাটের ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রীটি (১৩) লোকলজ্জায় বাড়ি থেকে বের হতে পারছে। পারছে না মাদ্রাসায় যেতে।
ধর্ষণের ঘটনায় নান্দাইল থানায় মামলা দায়েরের ১৮ দিন পরও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় ধর্ষিতার পরিবার আতঙ্কে রয়েছে।
এদিকে প্রভাবশালী ধর্ষকের পরিবার টাকা দিয়ে ঘটনাটি মীমাংসা করে ফেলার জন্য দরিদ্র ধর্ষিতার পরিবারকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
মামলার বিবরণ ও অসহায় মেয়েটির পরিবার সূত্রে জানা যায়, ওই মেয়েটি নানার বাড়িতে থেকে মাদ্রাসায় লেখাপড়া করে এবং তার বাবা-মা কর্মসূত্রে চট্টগ্রামে বসবাস করেন। গত ২৭ জুন সন্ধ্যার পর ওই মাদ্রাসার ছাত্রীটি প্রতিবেশীর বাড়িতে যাওয়ার সময় একই এলাকার অভিযুক্ত যুুবক (২৪) মেয়েটির মুখে গামছা পেঁচিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে লোকজন ছুটে এলে ধর্ষক পালিয়ে যায়। কিন্তু ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ায় লোকলজ্জায় মেয়েটি বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় যেতে পারছে না।
মেয়েটির নানা বলেন, আমরা গরিব মানুষ, গত ২ জুলাই থানায় মামলা দায়ের করার পর থেকে থেকেই নিরাপত্তাহীনতায় রয়েছি। পুলিশ অজ্ঞাত কারণে অভিযুক্তকে গ্রেপ্তার করছে না।
ঘটনার পর থেকেই টাকা-পয়সা দিয়ে বিষয়টি মীমাংসা করে ফেলার জন্য চাপ দিচ্ছে বলে তিনি জানান।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন বলেন, আসামি পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত গ্রেপ্তার করতে পারব বলে আমি আশাবাদী।
(ঢাকাটাইমস/১৫ জুলাই/প্রতিনিধি/এলএ)